বাংলা দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আর নেই। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া জানান, গত সপ্তাহে বাসায় অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকেই যেতে থাকে। চিকিৎসকদের মতে, আলমগীর মহিউদ্দিন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্তচাপের ওঠানামা এবং শরীরে খনিজের ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। চার বছর আগে স্ত্রীকে হারানো এ সাংবাদিক দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বড় মেয়ে বর্তমানে কানাডায় বসবাস করছেন।
১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন আলমগীর মহিউদ্দিন। শৈশব ও কৈশোর কাটে চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে। এরপর রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।
সাংবাদিকতা জীবনে তিনি ডেইলি অবজারভার, নিউ নেশন, দ্য ডন, বাংলাদেশ টাইমসসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে কাজ করেছেন অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-তেও। ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এ বছরের শুরু পর্যন্ত নয়া দিগন্তের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদক ছিলেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সম্পাদক পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।