চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে ৭১ শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শাস্তির ফলে আগামী পাঁচ বছর তারা কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন, “এসব শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।”
ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে জানাতে হবে।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষকরা ঢাকার বাইরেও বিভিন্ন জেলার। নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও মানিকগঞ্জসহ একাধিক জেলার শিক্ষক এতে অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়ভিত্তিকভাবে সর্বাধিক শিক্ষক ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অবহেলার কারণে কালো তালিকায় পড়েছেন। এছাড়া বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েও একই অভিযোগ প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা বোর্ড। এতে অকৃতকার্য তিন শিক্ষার্থী পুনর্মূল্যায়নে জিপিএ-৫ অর্জন করেন, যা খাতা মূল্যায়নে অনিয়মের বিষয়টি স্পষ্ট করে তোলে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তির আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে।