ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৩ আগস্ট, ২০২৫, ০৮:৪২ পিএম | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৮:৪১ পিএম
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন নতুন রোগী।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, আগস্টের প্রথম ২৩ দিনে ৭ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩০৭ জন রোগী—এর মধ্যে রাজধানী ঢাকায় ৪৪০ জন এবং ঢাকার বাইরে ৮৬৭ জন।

চলতি বছরের মাসভিত্তিক আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬১ জন (মৃত ১০ জন), ফেব্রুয়ারিতে ৩৭৪ জন (মৃত ৩ জন), মার্চে ৩৩৬ জন (মৃত্যুহীন), এপ্রিলে ৭০১ জন (মৃত ৭ জন), মে’তে ১ হাজার ৭৭৩ জন (মৃত ৩ জন), জুনে ৫ হাজার ৯৫১ জন (মৃত ১৯ জন), জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন (মৃত ৪১ জন)।

শুধু জুলাই মাসেই সর্বাধিক মৃত্যু ঘটেছে, আর আগস্টেও ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩১ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকার দক্ষিণ ও উত্তরে—যেখানে যথাক্রমে ৬৮ ও ৩২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ৫৮, চট্টগ্রামে ৫৭, ঢাকার বাইরে বিভাগগুলোতে ৩১ এবং ময়মনসিংহে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ সময় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ২ শিশু এবং ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা হাসপাতালে আরও দুজন মারা গেছেন। একই সময়ে ২২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

উল্লেখ্য, গত বছর (২০২৪ সালে) দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ১ লাখ ১২ হাজার। এ বছরও পরিস্থিতি শঙ্কাজনক পর্যায়ে পৌঁছাচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে