সাবেক আহবায়ক মোজাফ্ফারকে স্থায়ী বহিস্কারের দাবী

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:০৩ পিএম
সাবেক আহবায়ক মোজাফ্ফারকে স্থায়ী বহিস্কারের দাবী

খুলনা জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে বহিস্কৃত নেতা মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে মিছিলের প্রতিবাদে চালনা পৌর বিএনপি প্রতিবাদ সমাবেশ।

বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু বলেন, পূর্বে যারা চালনা পৌরসভা বিএনপির কমিটিতে ছিল তাদেরকে দিয়ে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের গঠনতন্ত্র অনুসরন করে চালনা পৌরসভার ৯ ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করে দিয়েছেন। কিন্তু পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক বহিস্কৃত নেতা শেখ মোজাফ্ফার হোসেন খুলনা জেলা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে দাকোপে সার্চ কমিটির বিরুদ্ধে তার নেতৃত্বে মিছিল করেছে। আমরা বহিস্কৃত নেতার সংগঠন বিরোধী এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দলের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত নানা কারনে বিতর্কিত মোজাফ্ফারকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য খুলনা জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানাই। চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব আল আমিন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপিনেতা ও সাবেক কাউন্সিলর আইয়ুব আলী কাজী, ইমরান হোসেন পলাশ, এস এম ফয়সাল  হোসেন, সাবেক কাউন্সিলর আঃ বারিক শেখ, সুব্রত রায়, সাঈদ শেখ, রনি রায়, আরিফ বিশ্বাস, জাকির হোসেন, সঞ্জয় সাহা, মাহাবুর শেখ, অরুপ সাহা, আঃ সাত্তার সরদার, হযরত আলী, হাবিবুল্লাহ গাজী, হান্নান খলিফা, বাসুদেব বিশ্বাস, শাকিল মল্লিক, রাজু রায়, মহাদেব মন্ডল, আঃ হক শেখ, আলী হোসেন ঢালী, ইউনুস খান, মামুন খান, সোহেল মন্ডল, আঃ রহমান বিশ্বাস, ইলিয়াস তালুকদার, শফি মন্ডল, নাজমুল খলিফা, লুৎফর বিশ্বাস, আলেক শেখ, হাবিব শেখ, শংকর হালদার, মাহাবুর শেখ, শাহজাহান কাজী, অসীম সাহা, তৌফিক শেখ, শান্তনু সাহা নান্টু, তন্ময় সাহা, আমিরুল শেখ, হজরত সানা, মিহির বিশ্বাস, মারুফ কাজী, বাবু মিস্ত্রি, ইমরান হোসেন, সমীর সাহা, ইখলাস শেখ, আসাদ গাজী, আলম শেখ, প্রিয়া মন্ডল, নাসির শেখ, আশরাফ হোসেন, সাইফুল সানা, বারিক ঘরামী, সাহেব আলী সরদার, পলাশ বিম্বাস, সোহেল কাজী, নুরুল আমিন ঘরামী, আলামিন হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বহিস্কৃতনেতা মোজাফ্ফারকে স্থায়ী বহিস্কারের দাবীতে জেলা বিএনপি বরাবর গনস্বাক্ষরকৃত অভিযোগ দাখিলসহ আগামীতে কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে