ব্যাটে ব্যর্থ, বল হাতে লড়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক
| আপডেট: ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪৬ এএম | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪৬ এএম
ব্যাটে ব্যর্থ, বল হাতে লড়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

অলরাউন্ড নৈপুণ্যে আগের ম্যাচে দলকে জয় এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেন তিনি। বোলিংয়ে কোটা পূর্ণ করে নিয়ন্ত্রিত স্পেল করলেও জয় পায়নি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ফ্যালকনস সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৬ রান। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে দলের ভিত্তি গড়লেও মাঝের সারির ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। সাকিব করেন মাত্র ১৩ রান। শেষদিকে অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৫ বলে অপরাজিত ৩৭ এবং উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

বল হাতে নেমেই আলো ছড়ান সাকিব। ক্যারিবীয় লিগে এদিন প্রথমবারের মতো চার ওভারের কোটা পূর্ণ করে তিনি ২৫ রান দিয়ে নেন এক উইকেট। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। তবে পরে প্রতিপক্ষ ব্যাটারদের রুখতে পারেননি তিনি বা তার সতীর্থরা।

অ্যালেক্স হেলস ও কেসি কার্টির ৮৭ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নাইট রাইডার্স। হেলস অপরাজিত থাকেন ৪৬ বলে ৫৫ রানে, আর কার্টি খেলেন ৪৫ বলে ৬০ রানের ইনিংস। অধিনায়ক নিকোলাস পুরান শেষে ১১ বলে ২৩ রান করে দলকে সহজ জয় এনে দেন। ১৮.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই ১৫২ রান তুলে নেয় নাইট রাইডার্স।

বোলিংয়ে অ্যান্টিগার হয়ে সাকিবের সঙ্গে একটি উইকেট নেন জেইডেন সিলস। অন্যদিকে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

এই হারে ৭ ম্যাচে ৩ জয় ও ৩ হার (একটি পরিত্যক্ত) নিয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে অ্যান্টিগা ফ্যালকনস। পয়েন্ট টেবিলে তারা এখনও শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাইট রাইডার্স।