নতুন চ্যালেঞ্জের সন্ধান পেলেন নেদারল্যান্ডসের তরুণ প্লেমেকার চাভি সিমন্স। জার্মান ক্লাব আরবি লাইপজিগ ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে।
২২ বছর বয়সী সিমন্সের ট্রান্সফার ফির অঙ্ক দুই পক্ষের কেউ প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, টটেনহ্যামকে এর জন্য গুনতে হয়েছে প্রায় ৬ কোটি ইউরো। ইতোমধ্যেই নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ২২ ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে দেখা হচ্ছে।
টটেনহ্যাম মূলত নতুন প্লেমেকারের সন্ধানেই ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেমস ম্যাডিসন এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকায় সিমন্সকে দলে ভেড়ানোকে বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিমন্সের ক্যারিয়ার যাত্রা কম চমকপ্রদ নয়। ১৮ মাস ধারে খেলার পর ২০২৪ সালের জানুয়ারিতে ৫ কোটি ইউরোর বিনিময়ে তিনি পাকাপাকিভাবে যোগ দিয়েছিলেন লাইপজিগে। জার্মান ক্লাবটির হয়ে তিনি ৭৮ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৪ গোল। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত।
তবে শুধু আক্রমণেই নয়, রক্ষণে বল পুনরুদ্ধারেও দক্ষ সিমন্সকে ইউরোপের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। গত মৌসুমে তিনি নিজে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ৭ গোল। তবুও বুন্ডেসলিগায় সপ্তম হয়ে মৌসুম শেষ করে লাইপজিগ, ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। নতুন ঠিকানা বেছে নেওয়ার ক্ষেত্রে বিষয়টি বড় ভূমিকা রাখে।
অন্যদিকে টটেনহ্যামের গত মৌসুম ছিল হতাশাজনক। তবে ইউরোপা লিগ জিতে দলটি চ্যাম্পিয়ন্স লিগে ফেরার টিকিট পেয়েছে। আসন্ন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর প্রস্তুতিতে সিমন্সকে দলে পেয়ে নতুন আক্রমণভাগ নিয়ে আশাবাদী ক্লাবটির সমর্থকরা। শনিবার (৩০ আগস্ট) প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম।