ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) ব্যাটে-বলে উজ্জ্বল ছিল সালমান আগার দল। তার অর্ধশতক ও হারিস রউফের বিধ্বংসী বোলিংয়ে ৩৯ রানের জয় পায় পাকিস্তান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে পাকিস্তান। ইনিংসের শুরুতে সাহিবজাদা ফারহান ২১ রান করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। তবে চার নম্বরে নামা অধিনায়ক সালমান আগা দায়িত্ব নিয়ে খেলেন এবং ৩৬ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় করেন অপরাজিত ৫৩ রান। মিডল অর্ডারে মোহাম্মদ নওয়াজ ১১ বলে ২১, ফাহিম আশরাফ ৫ বলে ১৪ এবং মোহাম্মদ হারিস যোগ করেন ১৫ রান।
আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব উর রহমান, মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট নেন। ফরিদ আহমদ পান দুটি উইকেট।
লক্ষ্য তাড়ায় আফগানিস্তান শুরুতেই ব্যাকফুটে পড়ে যায়। শাহীন শাহ আফ্রিদি ইব্রাহিম জাদরানকে ফেরান ৯ রানে। এরপর রহমানউল্লাহ গুরবাজ ৩৮ রান ও সেদিকউল্লাহ আতাল ২৩ রান করে কিছুটা লড়াইয়ে রাখলেও মধ্যভাগে হুড়মুড় করে ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইন। হারিস রউফ মাত্র ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নেন চারটি উইকেট। তাকে ভালো সঙ্গ দেন শাহীন, নওয়াজ ও সুফিয়ান মুকিম, যারা দুটি করে উইকেট শিকার করেন।
শেষদিকে রশিদ খান ব্যাট হাতে ঝড় তোলেন। ১৬ বলে ৩৯ রানের ক্যামিওতে তিনি মেরেছিলেন একটি চার ও পাঁচটি ছক্কা। তার ব্যাটে আফগানিস্তান খানিকটা আশার আলো দেখলেও শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (৩০ আগস্ট) একই মাঠে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।