অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৩:০০ পিএম
অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

অস্ট্রেলিয়া সফরে শুরুর দিকে টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর এবার লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশ ‘এ’ দল বাজেভাবে হেরেছে চার দিনের ম্যাচেও। শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে অনুষ্ঠিত একমাত্র চার দিনের ম্যাচে ইনিংস ও ১২ রানের ব্যবধানে পরাজিত হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

প্রথম ইনিংসে মাত্র ৩৪.৫ ওভারে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’। একশ পেরোনোর আগেই ৯ উইকেট হারিয়ে বসেছিল দল, পরে রাকিবুল হাসান ও এনামুল হকের শেষ জুটির ৪৮ রানের পার্টনারশিপে খানিকটা মান রক্ষা হয়। এনামুল হক অপরাজিত থাকেন ২৭ রানে, রাকিবুল করেন ২২।

জবাবে ব্যাটিংয়ে নেমে সাউথ অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৮০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৪৩ রান করেন জেসন সাংহা। নিয়েলসেন যোগ করেন ৮৬ এবং ফ্রেজার-ম্যাগার্ক করেন ৫২ রান। বাংলাদেশের পক্ষে এনামুল নেন ৩ উইকেট, হাসান মুরাদ নেন ৩টি এবং হাসান মাহমুদ দখল করেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিনের শুরুতে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে এগোচ্ছিল দল। কিন্তু উইকেট ধরে রাখতে পারেননি কেউই। শাহাদাত হোসেন ৪৯, ইয়াসির আলি ৩৬ এবং অধিনায়ক মাহিদুল ইসলাম ৩২ রান করে ফেরেন। স্পিনার হাসান মুরাদ শেষদিকে লড়াই করে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন এবং শেষ উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে ইনিংস পরাজয় এড়ানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ২৫৪ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

ফলে প্রথম ইনিংসে ২৬৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ‘এ’ দল ৮৩.৩ ওভারে অলআউট হয়ে হেরে যায় ইনিংস ও ১২ রানে। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্ডান বাকিংহাম।

এই সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলোয়াড়দের মানিয়ে নেওয়া, কারণ আগামী বছর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। তবে প্রস্তুতির এই মঞ্চে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে ‘এ’ দল।