ক্লাব ফুটবলে সাফল্যের সঙ্গে ব্যর্থতার গল্পও যেমন থাকে, তেমনি থাকে চুক্তি ভঙ্গ আর ক্ষতিপূরণের পালা। আর এ দিক থেকে হোসে মরিনহো যেন একেবারেই অনন্য। ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচ সাম্প্রতিক সময়ে ফেনারবাচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। তুর্কি ক্লাবটির হয়ে দায়িত্ব নেয়ার মাত্র চৌদ্দ মাস পরই ছাঁটাই হলেন তিনি। তবে হতাশার মধ্যেও তাঁর মুখে হয়তো হাসি ফোটাবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ।
শুক্রবার (২৯ আগস্ট) বেনফিকার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ফেনারবাচে। এতে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার সুযোগ হারায় ক্লাবটি। এর পরদিন (শনিবার, ৩০ আগস্ট) ফেনারবাচে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মরিনহোর সঙ্গে তাদের চুক্তি সমাপ্ত করা হয়েছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, তিনি দলের জন্য যে প্রচেষ্টা ও পরিশ্রম দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।
ব্রিটিশ সংবাদমাধ্যম *ডেইলি মেইল অনলাইন* জানিয়েছে, ক্যারিয়ারে আগেভাগে বরখাস্ত হয়ে ক্ষতিপূরণ বাবদ এ পর্যন্ত প্রায় ৮ কোটি ৯০ লাখ পাউন্ড আয় করেছেন মরিনহো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪৫৬ কোটি টাকা। শুধু ফেনারবাচে থেকেই তিনি পাবেন প্রায় ৭৭ থেকে ৭৮ লাখ পাউন্ড।
এর আগে একাধিকবার চাকরি হারালেও বিরাট অঙ্কের অর্থ পেয়েছেন তিনি। চেলসি থেকেই দুই দফায় পেয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ পাউন্ড, রিয়াল মাদ্রিদ থেকে পেয়েছেন ১ কোটি ৭০ লাখ পাউন্ড, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রায় ২ কোটি পাউন্ড এবং টটেনহ্যাম থেকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড। সাম্প্রতিক সময়ে এএস রোমা থেকে বরখাস্ত হলেও পেয়েছিলেন আরও ৩০ লাখ পাউন্ড।
ক্ষতিপূরণ বাবদ আয় করা অর্থের দিক থেকে মরিনহো বিশ্ব ফুটবলের অন্য কোচদের চেয়ে অনেক এগিয়ে। নাপোলির কোচ আন্তোনিও কন্তে তাঁর ক্যারিয়ারে পেয়েছেন মোট ৩ কোটি ৭৯ লাখ পাউন্ড, যার মধ্যে শুধু চেলসি থেকেই ২ কোটি ৬০ লাখ। ফরাসি কোচ লঁরা ব্লঁ ২০১৭ সালে পিএসজি থেকে ছাঁটাই হয়ে পান ১ কোটি ৭০ লাখ পাউন্ড। তবু মরিনহোর রেকর্ড অন্যদের ছাড়িয়ে গেছে অনেক দূরে।
মরিনহো শুধু ক্ষতিপূরণেই বিখ্যাত নন, সাফল্যের মুকুটও তাঁর মাথায় কম নয়। তিনি ইউরোপের চারটি ভিন্ন দেশে লিগ শিরোপা জিতেছেন এবং দুটি ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। একমাত্র কোচ হিসেবে উয়েফার বর্তমান তিনটি ভিন্ন ক্লাব প্রতিযোগিতা জয়ের রেকর্ডও তাঁর দখলে। তবে একই সঙ্গে বারবার চাকরি হারানোর ঘটনাও যেন তাঁর ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
ফেনারবাচে ছাড়ার আগে থেকেই নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম *বিবিসি স্পোর্ট* জানিয়েছে। তবে মরিনহোর পরবর্তী অধ্যায় কোন ক্লাবে শুরু হবে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।