নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথমটিতে দুর্দান্ত জয়ের পর, সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় টাইগারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অধিনায়ক লিটন দাশ ২৯ বলে ৫৪ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন, বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পেসাররা, বিশেষ করে তাসকিন আহমেদ, যিনি নিজের নামের পাশে যোগ করেছিলেন ৪টি উইকেট। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজ জয় সময়ের ব্যাপার বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, সিরিজে টিকে থাকার জন্য ডাচদের জন্য এই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। তবে নিজেদের ঘরের মাঠে টাইগারদের শক্তিশালী পারফরম্যান্সের সামনে সেটি একটি বড় চ্যালেঞ্জ হবে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল। তাই আজ জিততে পারলে সিরিজের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হবে। ক্রিকেট ভক্তদের প্রত্যাশা, টাইগাররা এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে নিবে।