আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৬

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫০ এএম
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৬

আফগানিস্তানের পূর্ব সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন। বুধবার তালেবান সরকারের একজন মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এই বোমা হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন।

পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে এই কাপুরুষোচিত কাজের জবাব দেয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। 

এছাড়া ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত মার্চ মাসে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়।

২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে।