“রাজনীতিবিদদের তেল মারা বন্ধ করুন”— প্রশাসনকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৭ পিএম
“রাজনীতিবিদদের তেল মারা বন্ধ করুন”— প্রশাসনকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রশাসনের প্রতি ধৈর্য ও সংযমের সঙ্গে আইনি প্রক্রিয়ায় প্রতিটি বিষয় মোকাবিলা করার পরামর্শ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কাজকর্মে যত বেশি স্বচ্ছ থাকব, জনগণের কাছে তত বেশি আস্থা অর্জন করতে পারব। আশা করছি, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। অতীতের ২৪ ও ১৮ সালের খারাপ নির্বাচনের স্মৃতি ভুলে যেতে হবে। সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূলের জন্য আমাদের সময় খুব বেশি নেই।”

গণমাধ্যম প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সরকারের ব্যর্থতা বেশি করে তুলে ধরা হয়, অথচ সাফল্যের দিকগুলো সমানভাবে প্রকাশ পায় না।

অপারেশন ডেভিলহান্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রতিটি থানায় ফ্যাসিস্টদের তালিকা রয়েছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জামিনে মুক্তি পাওয়া অনেক অপরাধীও পুনরায় অপরাধে জড়াচ্ছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, জুলাই-আগস্টের পর যে নতুনভাবে পুলিশ গড়ে উঠেছে তার চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য এক অগ্নিপরীক্ষা। তিনি পুলিশ সদস্যদের চাপের মধ্যেও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে