সোনারগাঁয়ে শীতার্তদের কম্বল বিতরণ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম
সোনারগাঁয়ে শীতার্তদের কম্বল বিতরণ

সোনারগাঁয়ে গতকাল বুধবার অসহায় ও দুস্থ শীতার্ত প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজ সোনারগাঁ জিআর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভুঁইয়ার সঞ্চালনায় কম্বল বিরতন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জি আর ইনিস্টিউশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন। এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জিআর ইনিস্টিউটশন স্কুলের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে