এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল খেলা হয়েছে একাধিকবার। তবে একবারও ধরা দেয়নি পরম আরাধ্য শিরোপা। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ফরম্যাটে দল আবার আছে দারুণ ছন্দে। এ কারণেই এবার শিরোপা জয়ের স্বপ্ন টাইগার ক্যাপ্টেন লিটন দাসের। এশিয়া কাপ শুরুর দিনে অধিনায়কদের সংবাদ সম্মেলনে লিটন জানান, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে তিনি সন্তুষ্ট। দলের প্রত্যেকেই এশিয়া কাপে নিজেদের নিংড়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। লিটন বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’ অবশ্য ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না। হার্শা ভোগলে, আকাশ চোপড়া, রাসেল আর্নল্ডরা এগিয়ে রাখছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। তাদের দেখিয়ে দেওয়ার তাড়না কাজ করছে কি না, এমন প্রশ্ন করা হয় বাংলাদেশ অধিনায়ককে। জবাবে লিটন বলেন, ‘না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ অতীত ইতিহাস ভেঙে এবার শিরোপা ছুঁতে চান লিটন। জানান, ‘আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।’