ডাকসু নির্বাচন

চার হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির–সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ এএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ এএম
চার হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির–সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চারটি হলে ঘোষিত ফলাফলে শিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়।

অমর একুশে হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল এবং শামসুন্নাহার হলের প্রাপ্ত ভোটে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম মোট ৩ হাজার ২৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৯৫৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৭৮৬ ভোট।

জিএস পদে এসএম ফরহাদ পেয়েছেন মোট ২ হাজার ৪৩৯ ভোট। ছাত্রদল–সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৯৬৯ ভোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ৭৯৩ ভোট।

হলভিত্তিক ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের সুস্পষ্ট আধিপত্য লক্ষ্য করা গেছে। একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, ফরহাদ ৪৬৬ ভোট। ফজলুল হক হলে সাদিকের ভোট ৮৪১ এবং ফরহাদের ৫৮৯। শহীদুল্লাহ হলে সাদিক পেয়েছেন ৬৬১ ভোট, ফরহাদ ৫৭০। আর শামসুন্নাহার হলে সাদিক কায়েম এককভাবে সর্বোচ্চ ১ হাজার ১১৪ ভোট পান এবং ফরহাদ পান ৮১৪ ভোট।

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দেন। এর মধ্যে ভিপি ও জিএস পদের জন্য ছিল একটি ব্যালট, এজিএস ও সম্পাদকীয় পদগুলোর জন্য দুটি ব্যালট এবং সদস্য পদগুলোর জন্য আরেকটি ব্যালট।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদের জন্য লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে অনুষ্ঠিত ভোটে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ৭০ শতাংশের বেশি ভোট দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে