হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম
হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া  উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এর নিকট নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়। 

এর আগে নোয়াখালী জেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেন। এতে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশাকে যুগ্ম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিককে সদস্য সচিব,  বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেককে সদস্য করে উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কার্যকর উদ্যোগ নেবে।

আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালাম  বলেন, “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।”

সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।