বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে গণছুটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৬ এএম
বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে গণছুটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলেছে, উপদেষ্টার বিবৃতিতে আরইবি–পিবিএসের সংকটের মূল দাবি এড়িয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত গণছুটি কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় অ্যাসোসিয়েশন জানায়, বিদ্যুৎ উপদেষ্টা দেশের বিদ্যুৎ আন্দোলনকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখিয়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে সংগঠনটি।

তাদের অভিযোগ, বারবার আলোচনার আহ্বান জানানো হলেও বিদ্যুৎ বিভাগ কর্ণপাত না করে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। শহীদ মিনারে টানা ১৬ দিন আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগ কমিটি গঠন করলেও তার নির্দেশনা বাস্তবায়ন না করে আরইবি বরং কর্মীদের ওপর বরখাস্ত, বদলি ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে।

অ্যাসোসিয়েশন জানায়, ১৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কোনো নোটিশ ছাড়াই ৮ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ২৮ জনকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তাকে দীর্ঘদিন কারাভোগ, ৪০ জনকে চাকরিচ্যুত, ৮৭ জনকে বরখাস্ত ও সংযুক্ত এবং প্রায় সাড়ে ৬ হাজার জনকে শাস্তিমূলক বদলির শিকার হতে হয়েছে।

তারা অভিযোগ করে, বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাস থাকা সত্ত্বেও জামিনে থাকা কর্মকর্তাদের বারবার কারাগারে পাঠানো হচ্ছে। অন্যদিকে, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণের জন্য কমিটি গঠন হলেও তিন মাসেও কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন বলেছে, সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত তাদের গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে, আলোচনার মাধ্যমে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক

আপনার জেলার সংবাদ পড়তে