শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল ভোট বর্জন করেছে—কারচুপি বিদ্যমান: ডা. জাহিদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম
শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল ভোট বর্জন করেছে—কারচুপি বিদ্যমান: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বললেন, “শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল ও শিক্ষকরা জাকসুর ভোট বর্জন করেছে। এখানে কারচুপি বিদ্যমান।”

তিনি বলেন, “মানুষ নির্বাচনের ওপরে আস্থা রাখতে চায়। তবে এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আর প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করে। এমন প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে।”

নির্ববাচন যারা আয়োজন করেন, তাদের ডানে বামে না গিয়ে মধ্যমপন্থায় থাকার আহ্বান জানান তিনি। 

পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়-উল্লেখ করেন তিনি।।  

ডা. জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে বিলম্বিত করার চেষ্টা জনগণের সচেতনতায় কোনোদিন স্থান পাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান ও সংস্কারের বিষয়ে। যারা নির্বাচিত হবে তারাই জনআকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে।

বিএনপি ৩১ দফা আগামীর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন বিএনপির এ নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে