ওমানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৪ এএম
ওমানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসর জয় দিয়ে শুরু করল পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ–‘এ’ এর ম্যাচে ওমানকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান দলের হাল ধরেন। দুজনের ৬৪ বলে ৮৫ রানের জুটি দলকে চাপমুক্ত করে। ২৯ রান করে ফেরেন ফারহান, কিন্তু হারিস তুলে নেন নিজের প্রথম টি–টোয়েন্টি হাফ–সেঞ্চুরি। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

ইনিংসের মাঝপথে অধিনায়ক সালমান আগা শূন্য এবং হাসান নওয়াজ ৯ রানে আউট হলে পাকিস্তান কিছুটা চাপে পড়ে। তবে শেষ দিকে ফখর জামান ও মোহাম্মদ নওয়াজের মারমুখী ব্যাটিং দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ফখর অপরাজিত ২৩ রান করেন ১৬ বলে, আর নওয়াজ ১০ বলে ১৯ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০ রান। ওমানের হয়ে আমির কালিম ও শাহ ফয়সাল ৩টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপে দিশেহারা হয় ওমান। ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে কেবল তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ২৭ রান করেন হাম্মাদ মির্জা। আমির কালিম করেন ১৩ রান এবং শাকিল আহমেদ যোগ করেন ১০ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সমান সাফল্য দেখান সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। তারা প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।

শক্তিশালী বোলিং আক্রমণ আর শুরুর জুটির দৃঢ়তায় পাকিস্তান সহজ জয় পেয়ে এশিয়া কাপ অভিযাত্রা শুরু করল আত্মবিশ্বাসের সঙ্গেই।