ম্যানচেষ্টার ইউনাইটেড ছাড়লেন আন্দ্রে ওনানা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ পিএম
ম্যানচেষ্টার ইউনাইটেড ছাড়লেন আন্দ্রে ওনানা

ম্যানচেষ্টার ইউনাইটেডের ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানা পুরো মৌসুমের জন্য ক্লাব ছাড়লেন। ধারে তুরস্কের সুপার লিগের ট্রাবজনস্পোরে যোগ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে ম্যানইউ বিষয়টি নিশ্চিত করেছে।

২৯ বছর বয়সী ওনানা ২০২৩ সালে এসি মিলান থেকে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তবে গত দুই মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে তিনি ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের জায়গা হারান। বিশেষ করে ইনজুরির কারণে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে ওনানাকে ম্যানচেষ্টার একাদশে দেখা যায়নি। তিনটি ম্যাচেই সুযোগ পাননি, বরং সব ম্যাচে খেলেছেন তুরস্কের গোলকিপার আলতাই বায়িন্দি। এই মৌসুমে ওনানা মাত্র এক ম্যাচ খেলেছেন, সেটি ছিল লিগ কাপের ম্যাচ। টাইব্রেকারে গ্রিমসি টাউনের কাছে ১২–১১ গোলে হেরে ম্যান ইউ। নির্ধারিত সময়ের ম্যাচটি ২–২ গোলে সমতা ছিল, তবে ওনানার ভুলে দুই গোল হজম করেন তিনি।

ইএসপিএনের খবর অনুযায়ী, ধারের সময় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ম্যানচেষ্টার ইউনাইটেডকে দিতে হবে না। ফলে আগামী গ্রীষ্মে তিনি ইচ্ছা করলে আবারও ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারবেন।

ওনানার এই ধারে ক্লাব পরিবর্তন ম্যানচেষ্টার জন্য অবশ্যই রক্ষণভাগে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবের গোলরক্ষক অবস্থার ওপর তাঁর অনুপস্থিতির প্রভাব চোখে পড়বে।