রিয়াল মাদ্রিদের জন্য এ মৌসুমের শুরুতেই এলো দুঃসংবাদ। জার্মান সেন্টারব্যাক আন্তোনিও রুডিগার অনুশীলনে বাঁ পায়ের মাংসপেশিতে গুরুতর চোট পেয়েছেন। স্ক্যানের পর ক্লাব জানিয়েছে, তার রেক্টাস ফেমোরিস মাসলে ইনজুরি ধরা পড়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট মারাত্মক এবং তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে প্রায় তিন মাস। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই মাস খেলতে পারবেন না তিনি। তবে এএস ও মার্কার তথ্য অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে, যা প্রায় আড়াই থেকে তিন মাসের সমান।
রিয়াল কোচ জাবি আলোনসোর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় ধাক্কা। ৩২ বছর বয়সী রুডিগার মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত একটিমাত্র ম্যাচ খেলেছেন। গত মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করেও রিয়ালের হয়ে ৫৫ ম্যাচ খেলেছিলেন তিনি।
রিয়াল জানিয়েছে, আঘাতের জায়গায় ফোলাভাব কমলে রুডিগারের আরও কিছু পরীক্ষা করা হবে। এরপরই স্পষ্ট হবে তার মাঠে ফেরার সময়সীমা। তবে ক্লাব মনে করছে, ডিসেম্বরের আগে তাকে পাওয়া যাবে না।
রুডিগারের অনুপস্থিতি রিয়ালের রক্ষণে বড় ফাঁক তৈরি করবে। সামনে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ, এরপর মঙ্গলবার শুরু হবে চ্যাম্পিয়নস লিগ অভিযান মার্শেইয়ের বিপক্ষে। সেপ্টেম্বরের শেষ দিকে মাদ্রিদ ডার্বি এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাচ্ছে না ক্লাবটি। রক্ষণে দাভিদ আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হাউসেন থাকলেও অভিজ্ঞতায় রুডিগারের বিকল্প নেই।