ডাকসুর নতুন কমিটির প্রথম সভা, শুরু হলো ২০২৫ সালের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
ডাকসুর নতুন কমিটির প্রথম সভা, শুরু হলো ২০২৫ সালের কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের দফতরের পাশের লাউঞ্জে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। এতে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী সদস্যরা। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সাধারণ সম্পাদক এস এম ফরহাদের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, রোববার নতুন কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছিল।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিপুল সাফল্য পায়। তারা মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়। শীর্ষ তিনটি পদ—ভিপি, জিএস ও এজিএস—তাদের দখলে যায়। বাকি পাঁচটির মধ্যে চারটি পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি পদে জয় পান বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’। নির্বাচনের ফল প্রকাশের পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নেয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান নতুন প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বলেন, “আজকের এই সভার মধ্য দিয়েই ডাকসুর নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, “ফলাফল ঘোষণার পরপরই নির্বাচিতদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন।”

এবারের ডাকসুতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রসঙ্গত, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। ওই নির্বাচনে জয়ীরা দায়িত্ব গ্রহণ করেছিলেন একই বছরের ২৩ মার্চ। দীর্ঘ পাঁচ বছর পর নতুন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গঠিত হলো ডাকসু।

ডাকসুর নতুন নেতৃত্ব কার্যক্রম শুরু করায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, প্রত্যাশা এবং একইসঙ্গে বিতর্কও তৈরি হয়েছে। বিশেষ করে শিবির-সমর্থিত প্যানেলের বিপুল জয়ের বিষয়টি শিক্ষাঙ্গনের আলোচনায় ব্যাপকভাবে স্থান পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে