ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯ পিএম
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শিশুর  মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত শিশু ওবাইদ ইসলাম হামিম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশু উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল পাড়ার নাভিদ ইসলাম হিমেলের ছেলে। হামিম ওরিয়েন্ট ইনটেনশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এলাকাবাসী জানায়, শিশু হামিম গত বৃহস্পতিবার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর ) সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পাড়াপারের সময় একটি দ্রুতগামী অটো হামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে