ঝিনাইদহে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
ঝিনাইদহে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামবাসির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বৃষ্টিপাতের কারণে উপজেলার কোদালিয়া গ্রামের শোয়েব হোসেন নামের এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ওই মাছ শিকার করেন স্থানীয় লোকজন। এ নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় লোকজনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এদিকে ওই ঘটনার জেরে মঙ্গলবার বিকালে স্থানীয় বিএনপির নেতার জানাজা শেষ করে বাড়ি ফেরারপথে হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব হোসেন। পরে ওই ঘটনার জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই দল গ্রামবাসির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে