টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো ক্রিকেটার হাত মেলাননি। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি সালমান। ধারণা করা হয়েছিল, হ্যান্ডশেক না করার প্রতিবাদে পুরস্কার বিতরণী পর্বে আসেননি পাকিস্তানের অধিনায়ক। কিন্তু আসল কারণ ভিন্ন। জানা গেছে, ভারতের এক সাবেক ক্রিকেটারের জন্যই সালমান এই অনুষ্ঠান বয়কট করেছিলেন। সেই ক্রিকেটার হলেন সঞ্জয় মাঞ্জরেকার। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব ছিল তার উপর। ‘রেভস্পোর্টজ’-এর খবর অনুযায়ী, তিনি একজন ভারতীয় হওয়ায় ‘অস্বস্তি’ ছিল পাকিস্তান দলের। তাই সালমান কথা বলতে যেতে রাজি হননি। অবশ্য নিজের পুরস্কার নিতে ঠিকই এসেছিলেন শাহিন আফ্রিদি।