পোরশায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৯ পিএম
পোরশায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ

নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিষ্ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এতে এলাকার ৫৪জন পুরুষ/মহিলাকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়। এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম উপস্থিত ছিলেন। সনদপত্র বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্রাসা ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠান গুলির শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে