ডান উরুর ইনজুরিতে মাঠের বাইরে নেইমার, ব্রাজিলিয়ান ভক্তদের দুশ্চিন্তা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৩ পিএম | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৩ পিএম
ডান উরুর ইনজুরিতে মাঠের বাইরে নেইমার, ব্রাজিলিয়ান ভক্তদের দুশ্চিন্তা

 ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জন্য চোট যেন আজীবনের সঙ্গী। ক্যারিয়ারের অনেকটা সময়ই মাঠের বাইরে কাটানো এই তারকা আবারও চোটের কবলে পড়েছেন। সান্তোস ক্লাব শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় নেইমারের ডান উরুর পেশিতে ইনজুরি ধরা পড়েছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুশীলনের সময়ই ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মেডিকেল টেস্টে চোটের বিষয় নিশ্চিত হয় এবং চিকিৎসা শুরু করা হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে বলা হয়নি, তিনি কবে মাঠে ফিরবেন। এই পরিস্থিতিতে রবিবার (২১ সেপ্টেম্বর) ভিলা বেলমিরো স্টেডিয়ামে সাও পাওলোকে বিপক্ষে ক্লাসিকো ম্যাচে নেইমারের অভাব অনুভব হবে।

নেইমার ক্লাব বিশ্বকাপের পর সান্তোসের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯টিতে শুরুর একাদশে ছিলেন এবং ৭টিতে পুরো ৯০ মিনিট খেলেছেন। তবে এই ফেরার পর এটি তার তৃতীয় ইনজুরি। এর আগে পাউলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। পরে ব্রাজিলীয় লিগের তৃতীয় রাউন্ডে ফিরলেও পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় তাকে। সেই চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।

এবারের চোটের তীব্রতা ও মাঠে ফেরার সময় এখনও স্পষ্ট নয়। সান্তোস এবং নেইমারের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে