ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত, কত বাড়বে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২১ পিএম
ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত, কত বাড়বে?

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের ভোজ্যতেলের বাজারেও প্রভাব পড়তে যাচ্ছে। ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে লিটারপ্রতি কত টাকা বাড়ানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা কোনো মন্তব্য না করলেও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনার পর আবার বৈঠক করে কত টাকা দাম বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীদের সংগঠনটি সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি এক হাজার ২০০ ডলারে পৌঁছেছে। এর প্রভাব স্থানীয় বাজারে পড়া স্বাভাবিক।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের দাম যৌক্তিক পর্যায়ে সমন্বয়ের বিষয়ে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে