ভারত লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৫ এএম
ভারত লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

এশিয়া কাপে সুপার ফোর পর্বের কঠিন সূচির মুখে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যেই অনুশীলনে চোট পেয়েছেন দলের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, এটি গুরুতর চোট নয়।

বাংলাদেশ দলের সামনে রয়েছে টানা দুই দিনে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুপার ফোরে ভারত এবং বুধবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তাই খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ধকল কাটাতে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষবারের মতো অনুশীলন সেরে নেয় দল।

ফিল্ডিং অনুশীলনের সময় লিটন স্বাভাবিকভাবেই সক্রিয় ছিলেন। তবে ব্যাটিং অনুশীলনে নামার পরই ঘটে বিপত্তি। বলের আঘাতে তাঁর পাঁজরে চোট লাগে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। শুশ্রূষার পর তিনি ব্যাট করতে না পারলেও বেঞ্চে বসে হাসিমুখে সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে দলের সঙ্গেই মাঠ ছাড়েন।

লিটনের এই চোটের কারণে ভারতের বিপক্ষে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে যে তিনি ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন। দলের কৌশলগত পরিকল্পনায় লিটনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

খবর: ক্রিকবাজ