ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ

এফএনএস বিনোদন
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ

‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ‘শূন্য থেকে শুরু’ টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্যারিয়ার শুরু করেছিলেন তাহসানের সঙ্গে জুটি বেঁধে। প্রতি মাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে সুনেরাহ অভিনীত নাটক। এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’-তে অভিনয় করবেন তিনি। গত রোববার ধারাবাহিকে সুনেরাহর লুক শেয়ার করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকে সুনেরাহ অভিনয় করবেন সায়রা চরিত্রে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’ জানা গেছে, পারিবারিক গল্পে লেখা নাটকটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। নাটকে নিয়মিত হওয়ার পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন সুনেরাহ। চলতি বছরে রোজার ঈদে তাকে দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন সুনেরাহ।

আপনার জেলার সংবাদ পড়তে