আবারও শীর্ষ দশে প্রবেশ করলেন মুস্তাফিজ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৪ পিএম
আবারও শীর্ষ দশে প্রবেশ করলেন মুস্তাফিজ

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বোলারদের তালিকায় আবারো শীর্ষ দশে প্রবেশ করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলে আরেক বাংলাদেশি সাইফ হাসান ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩৩ ধাপ! আইসিসি র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদকৃত সংস্করণে এসেছে এসব রদবদল। এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। এ বছর মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পরাজয় বরণ করা মুস্তাফিজ দলের সাফল্যের অন্যতম সারথি। তার এই পারফরম্যান্সের সুবাদে উত্থান ঘটেছে আইসিসি র‍্যাংকিংয়ে। বোলারদের র‍্যাংকিংয়ে আবারো শীর্ষ দশে প্রবেশ করেছেন এই পেসার। ৬ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৯ম। গত সপ্তাহে ১১ ধাপ আগানো আবরার আহমেদ এবার ১২ ধাপ এগিয়ে ৪ নম্বর স্থানে উঠে এসেছেন। বরুণ চক্রবর্তী এক নম্বরে যথারীতি, রেটিং পয়েন্ট বেড়েছে আরও ১৪। কখনও উইকেট নিয়ে, আবার কখনও আঁটসাঁট বোলিং করে দলে ভূমিকা রাখছেন তিনি। পাকিস্তানের হারিস রউফ ৯ ধাপ এগিয়ে ২৮তম স্থানে রয়েছেন। ৬০তম স্থান দখল করা হার্দিক পান্ডিয়া এগিয়েছেন ৬ ধাপ। ওয়ানিন্দু হাসারাঙ্গা এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের আদিল রশিদের সাথে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন। শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৭তম। ব্যাটারদের মধ্যে ফর্মের তুঙ্গে থাকা ভারতের অভিষেক শর্মা যথারীতি শীর্ষে রয়েছেন। সতীর্থ তিলক ভার্মা এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে জেতানো হুসাইন তালাত ‘এস্ট্রোনোমিক্যাল’ ১৪৭৪ ধাপ এগিয়ে ২৩৪তম স্থানে রয়েছেন। বাংলাদেশের সাইফ হাসান এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে এখন ৮১তম। তার ৬১ রানের ইনিংসে ভর করে জয় দিয়ে এশিয়া কাপের সুপারে ফোর শুরু করে বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এক ধাপ এগিয়ে ৬ নম্বরে রয়েছেন। পাথুম নিসাঙ্কা এক ধাপ ও কুশল পেরেরা পিছিয়েছেন দুই ধাপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সবার ওপরে হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ নবী দ্বিতীয় ও সিকান্দার রাজা তৃতীয় স্থানে রয়েছেন। চারে নেপালের দিপেন্দ্র সিং অইরি। আর পাঁচ নম্বরে হুট করে ‘ব্যাটার থেকে বোলার বনে যাওয়া’ পাকিস্তানের সাইম আইয়ুব। ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন শীর্ষ দশে। বাংলাদেশি কেউ নেই শীর্ষ বিশের মধ্যেও।