রুনির খোলামেলা স্বীকারোক্তি: ‘কোলিন না থাকলে হয়তো মরে যেতাম’

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
রুনির খোলামেলা স্বীকারোক্তি: ‘কোলিন না থাকলে হয়তো মরে যেতাম’

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি স্বীকার করেছেন, মদ্যপানের কারণে তার জীবন একসময় ভয়াবহ সংকটে পড়েছিল। সে সময় স্ত্রী কোলিন রুনির সহায়তা ছাড়া হয়তো তিনি বেঁচেই থাকতেন না। রুনির ভাষায়, “কোলিন না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না।”

৩৯ বছর বয়সী এই সাবেক তারকা ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ও পাঁচবারের প্রিমিয়ার লিগ জয়ী। তবে সাফল্যের আড়ালে তার ব্যক্তিগত জীবন ছিল অস্থিরতায় ভরা। অল্প বয়সেই খ্যাতি পাওয়ায় প্রচণ্ড চাপ আর নজরদারির মধ্যে পড়েছিলেন তিনি। ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে এক দুর্দান্ত গোল করে আলোচনায় আসেন রুনি। সে সময় ধারাভাষ্যকারের উক্তি, “রিমেম্বার দ্য নেম, ওয়েইন রুনি!” আজও কিংবদন্তি হয়ে আছে। পরের বছরই মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ড দলে ডাক পান তিনি।

সম্প্রতি রিও ফার্দিনান্দের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রুনি বলেন,

“কোলিন আমার জন্য বিশাল ব্যাপার। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, ডেটিং শুরু করেছি, বিয়ে করেছি, সন্তান হয়েছে। আমি বিশ্বাস করি, কোলিন না থাকলে আমি মরে যেতাম। সে আমাকে ২০ বছরেরও বেশি সময় সঠিক পথে রেখেছে।”

তিনি আরও স্বীকার করেন, তার মদ্যপানের অভ্যাস ক্যারিয়ারকেও ক্ষতিগ্রস্ত করেছে।

“আমি জীবন উপভোগ করতে চেয়েছিলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। টানা দুই দিন পান করতাম, তারপর অনুশীলনে যেতাম। চোখ লাল হয়ে যেত, তাই আই ড্রপ ব্যবহার করতাম, চুইংগাম চিবাতাম। সপ্তাহান্তে আবার গোল করতাম, এরপর ফের পান শুরু করতাম।”

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সেই কঠিন পরিস্থিতিতেও কোলিনই তাকে সামলে রেখেছেন বলে জানান রুনি। বর্তমানে তিনি বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’–তে বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ম্যানেজার হিসেবে প্লাইমাউথ আর্গাইলের দায়িত্ব ছাড়ার পর আপাতত বিশ্রামে থাকলেও ভবিষ্যতে আবার কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।