বলিউডের আলোচিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর প্রকাশ করলেন, যা সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যাটরিনা নিজেই আনুষ্ঠানিকভাবে খবরটি জানান, “একটা রাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।” এই ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেন। আলিয়া ভাট, সোনম কাপুর এবং রণবীর-দীপিকা সহ বলিপাড়ার নানান তারকা তাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দের ঢেউ তৈরি করেন।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হচ্ছে যে বলিউড সুপারস্টার সালমান খান ক্যাটরিনা-ভিকিকে সন্তান আগমনের জন্য অভিনন্দন জানিয়েছেন। পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। কেউ মন্তব্য করেছেন, পোস্টটি দেখে মজা পাচ্ছেন, আবার কেউ বলেছেন, “পোস্ট করে মুছে ফেলেছেন।”
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাল পোস্টটি ভুয়া। সালমানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আসলেই কোনো শুভেচ্ছা পোস্ট করা হয়নি, তিনি ভিকি-ক্যাটরিনার আসল পোস্টেও ‘লাইক’ করেননি। তবে এই ভুল বোঝাবুঝি নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে এবং বলিপাড়ার এই সুখবরকে আরও আলোচিত করেছে।
ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই তাদের গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেরাই সুখবর নিশ্চিত করায় সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা বইছে, যদিও সালমানের অভিনন্দন সংক্রান্ত জল্পনা এখনো কৌতূহল সৃষ্টি করছে।