ময়মনসিংহের গফরগাঁওয়ে "মফস্বলে গ্যাং কালচার, মাদকের সহজলভ্যতা এবং আমাদের করণীয় শীর্ষক" মাদকবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যশরা ইউনিয়নে ভারইল গ্ৰামে এই মাদকবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল অব লিডারশীপ ইউএসএর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর গোলাম রব্বানী নয়ন বাঙালী।
বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং স্কুল অব লিডারশীপের উদ্যোগে এ সংলাপের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি নাদিমুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন.এম. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া। সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এন.এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ এবং উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই অভিশাপ থেকে ছাত্র ও যুব সমাজকে বাঁচাতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে, মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী সংলাপ শেষে শিক্ষক- শিক্ষার্থীদের সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।