পাকিস্তানের দুই জনপ্রিয় তারকা মাহিরা খান ও ফাওয়াদ খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন রোমান্টিক সিনেমা ‘নীলোফর’ নিয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত সিনেমাটির প্রথম টিজার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। কালো ও লাল রঙে সাজানো সেই টিজারে জুটি দুজনের ছবি দিয়ে লেখা হয়েছে— “Will be waiting for the next meeting”।
অম্মার
রাসুলের লেখা ও পরিচালনায়
নির্মিত সিনেমাটি সহ–উৎপাদন করেছেন
ফাওয়াদ খান। প্রযোজক হিসেবে
আছেন কাসিম মাহমুদ। মাহিরা–ফাওয়াদের পাশাপাশি মাদিহা ইমাম, সামিয়া মুমতাজ, অতিকা ওধো, বহরোজ সাবজওয়ারি
ও গোহার রাশীদও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
ছবিটির
শুটিং শুরু হয় করোনা
মহামারির আগেই, তবে মহামারির কারণে
তা দীর্ঘ সময় বন্ধ থাকে।
অবশেষে ২০২০ সালের ৯
ডিসেম্বর পুরো কাজ শেষ
করে সিনেমার দল। শুটিং শেষে
মাহিরা আবেগঘন বার্তায় লিখেছিলেন— “আমি আমার কিছু অংশ নিয়ে যাচ্ছি, আবার কিছু অংশ এখানে রেখে যাচ্ছি। প্রিয় নীলোফর, তোমাকে মিস করব। আমাদের ভালোবাসা ও পরিশ্রম শিগগিরই দর্শকের সামনে আসবে, ইনশাআল্লাহ।”
মাহিরা
জানিয়েছেন, এই সিনেমায় তিনি
অন্ধ এক নারীর চরিত্রে
অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারের
অন্যতম চ্যালেঞ্জিং ভূমিকা। IMDb-এর তথ্য অনুযায়ী,
‘নীলোফর’
মূলত একজন লেখক ও
অন্ধ নারীর ভালোবাসার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
ফাওয়াদের
সঙ্গে আবারও কাজ করার অভিজ্ঞতা
প্রসঙ্গে মাহিরা বলেন, “অনেক দিন পর আমরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। এই চরিত্রগুলো আমাদের ‘মৌলা জাট’-এর চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। বড় এবং পরিণত অভিনেতা হিসেবে ফাওয়াদের সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা।”
মাহিরা–ফাওয়াদ জুটি পাকিস্তানি বিনোদন
জগতে দীর্ঘদিন ধরেই ভক্তপ্রিয়। তাদের
জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে— নাটক ‘হুমসফর’ (২০১১), টেলিভিশন বিজ্ঞাপন ও পুরস্কার শোতে
পুনর্মিলন, ২০১২ সালে অ্যাকোফিনা
টিভি কমার্শিয়াল, ২০১৮ সালে দোহায়
ব্রাইডস টুডে ফটোশুট এবং ২০২২ সালের
উচ্চ বাজেটের চলচ্চিত্র ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’। পরেরটি পাকিস্তানের
ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে রেকর্ড গড়ে।
এছাড়াও,
এই জুটি নেটফ্লিক্সের প্রথম
পাকিস্তানি অরিজিনাল অভিযোজন ‘জো বাচায় হ্যায় সাং সামাইট লো’-তেও একসঙ্গে অভিনয়
করতে যাচ্ছেন।
নতুন
সিনেমা ‘নীলোফর’ নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। বিশেষ করে অন্ধ নারীর
জীবনের আবেগঘন প্রেমকাহিনি কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা
দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।