অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে একসঙ্গে নিয়ে নির্মিত নতুন ছবি ‘জলি এলএলবি ৩’ মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি আয় করেছে ৩.৫০ কোটি রুপি। এর ফলে এক সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৩.৫০ কোটি রুপিতে।
ছবিটি প্রথম দিনেই ১২.৫ কোটি রুপির সংগ্রহে যাত্রা শুরু করে। সপ্তাহান্তে দর্শক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ে, আর ওই তিন দিনে ছবিটি ৪১ কোটি রুপি আয় করে। ট্রেড বিশ্লেষক তরন আদর্শ বলেন, “উইকেন্ডে ছবিটির সংগ্রহ অসাধারণ ছিল। বিশেষ করে শনিবার ও রোববারের আয় ছবিটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। যদিও রোববারের আয় প্রত্যাশার তুলনায় কিছুটা কম ছিল, কারণ সন্ধ্যার পর ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচ দর্শক টেনে নিয়েছিল।”
ট্রেড মহলের মতে, বড় কোনো নতুন মুক্তি না থাকায় ‘জলি এলএলবি ৩’–এর আয়ের ধারা বজায় থাকার সুযোগ রয়েছে। আগামী ২ অক্টোবর ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ মুক্তি পাওয়ার আগে পর্যন্ত এই ছবি কার্যত একক প্রতিযোগিতায় রয়েছে।
পটভূমি হিসেবে উল্লেখ করা যায়, ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘জলি এলএলবি’ ছিল এক প্রকার ‘স্লিপার হিট’। অল্প বাজেটে নির্মিত ছবিটিতে আরশাদ ওয়ারসি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং ছবিটি মুখে মুখে প্রচারে ৪৮.৭ কোটি রুপির ব্যবসা করে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি ২’। সুভাষ কাপুর পরিচালিত এই সিক্যুয়েলে নতুন জলি চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, আর সঙ্গে ছিলেন হুমা কুরেশি ও অন্নু কাপুর।
নতুন ছবিতে প্রথমবারের মতো অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে একসঙ্গে দেখা যাচ্ছে। দর্শকদের প্রত্যাশা, আদালত–কেন্দ্রিক এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আগের দুটি ছবির মতোই দীর্ঘস্থায়ী সাফল্য পাবে।