হাবিবের ‘মহা জাদু’তে কে এই গায়িকা মেহের নিগর রুস্তম

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৪ পিএম
হাবিবের ‘মহা জাদু’তে কে এই গায়িকা মেহের নিগর রুস্তম

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান ‘জাদু’ শেষ পর্যন্ত ভক্তদের সঙ্গে দেখা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। এই গানে হাবিবের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের উজ্জ্বল তারকা মেহের নিগর রুস্তম, যার কণ্ঠস্বর গানটিকে আরও আবেগঘন ও মায়াজাদুভরা করেছে।

মেহের নিগর রুস্তম ১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান শুরু করেন এবং এরপর জাতীয় ও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন। ২০০১ সালে ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রথম প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জন করেন। ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

তারপর তিনি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘ইয়েদিনজি তুর্কিশ অলিম্পিকস’-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন। ২০০৬ সালে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের (সিআইএস) ‘ডেলফি গেমস’-এ লোকসংগীত এবং আধুনিক সঙ্গীতের বিভাগে দুটি স্বর্ণপদক জয় করেন। ২০১৪ সালে দুশানবেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘জিলো-২০১৪’ প্রতিযোগিতায় আধুনিক ও জনপ্রিয় সঙ্গীত বিভাগের সেরা নারী গায়িকার পুরস্কার পান তিনি। ২০১৭ সালে ‘তারোনাবোরোন’ গানের জন্য ‘তামোশো মিউজিক অ্যাওয়ার্ডস – ২০১৭’ জিতে আরও একবার আন্তর্জাতিক স্বীকৃতি পান।

শিক্ষাগতভাবে মেহের নিগর রুস্তম ২০১১ সালে দুশানবের ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক সম্মান অর্জন করেন। এরপর তিনি তাজিক জাতীয় কনজারভেটরি একাডেমি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। গায়িকার পরিবারেও সংগীত প্রতিভা রয়েছে—তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও তাজিকিস্তানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

হাবিব ওয়াহিদের ‘জাদু’ এবং মেহের নিগর রুস্তমের কণ্ঠের সমন্বয়ে গানটি শোনার পর তা বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে এই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নতুন রকমের আবেগময় সঙ্গীত অভিজ্ঞতা দর্শকরা পাচ্ছেন।