সৌদি প্রো লিগ

রোনালদো-মানের গোলে ইত্তিহাদকে হারিয়ে শীর্ষে আল নাসর

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩২ এএম
রোনালদো-মানের গোলে ইত্তিহাদকে হারিয়ে শীর্ষে আল নাসর

সৌদি প্রো লিগের শীর্ষ লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আল নাসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে ২-০ ব্যবধানে জয় পায় জর্জ জেসুসের শিষ্যরা। এ জয়ের ফলে মৌসুমে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইত্তিহাদ।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আল নাসর। নবম মিনিটে কিংসলে কোম্যানের ডান দিক থেকে বাড়ানো ক্রস ভলি করে জালে পাঠান সাদিও মানে। মাত্র ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণের সুযোগ পান রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক প্রচেষ্টার পর ৩৫তম মিনিটে গোল আদায় করতে সক্ষম হন পর্তুগিজ তারকা। মানের ক্রস থেকে ছয় গজ দূরে মাথা ছুঁইয়ে জালে জড়ান তিনি। চলতি মৌসুমে এটি রোনালদোর চতুর্থ গোল, যা তাকে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আল নাসর। অন্যদিকে বেনজেমার নেতৃত্বাধীন ইত্তিহাদ একাধিক সুযোগ পেলেও গোল আদায়ে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও আর গোলের দেখা পায়নি আল নাসর। রোনালদো ও ফেলিক্সরা সুযোগ নষ্ট করেন, অন্যদিকে বারবার অফসাইডের ফাঁদে পড়ে হতাশায় ডুবে যায় ইত্তিহাদ।

এই হারের মধ্য দিয়ে লিগে ঘরের মাঠে টানা ১৯ ম্যাচের অপরাজিত ধারা থেমে গেল ইত্তিহাদের। আল নাসরের গোলরক্ষক ব্রাজিলিয়ান বেন্তো দারুণ দক্ষতায় প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

এ ম্যাচে জয় শুধু তিন পয়েন্ট এনে দেয়নি, বরং রোনালদো-মানের ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপার লড়াইয়েও শক্ত অবস্থান জানিয়ে দিল আল নাসর। আগামী ম্যাচগুলোতে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে মৌসুমে বড় কীর্তি গড়ার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে।