সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২২ পিএম
সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৪ কোটি ২০ লাখ থেকে ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে হিসাব করা হয়েছে)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৭ লাখ ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে যেখানে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার, সেখানে চলতি বছরে একই সময়ে প্রবাহ বেড়েছে প্রায় ১১ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হুন্ডি প্রতিরোধে সরকারি পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে এই ইতিবাচক প্রবাহ অব্যাহত আছে। আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

শুধু সেপ্টেম্বরের শেষ তিন দিন (২৫-২৭ সেপ্টেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে এবং অর্থনীতির স্থিতিশীলতায় ভূমিকা রাখছে।

আপনার জেলার সংবাদ পড়তে