এশিয়া কাপ ট্রফি বিতরণে অভূতপূর্ব নাটক, শিরোপা জিতেও ট্রফি ছাড়াই মঞ্চে ভারতীয়রা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম
এশিয়া কাপ ট্রফি বিতরণে অভূতপূর্ব নাটক, শিরোপা জিতেও ট্রফি ছাড়াই মঞ্চে ভারতীয়রা

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপাজয়ের আনন্দে ছিল না সেই প্রচলিত উল্লাস, বরং পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হয় এক বিরল পরিস্থিতি।

ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তিনি একেবারেই নীরব ছিলেন এবং শেষ মুহূর্তে মঞ্চ থেকে নেমে যান। কারণ, ভারতীয় ক্রিকেট দল স্পষ্ট জানিয়ে দেয়, তারা নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছিল ভারত সরকার। শুধু এসিসি ও পিসিবির চেয়ারম্যান হিসেবেই নয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক পরিচয়ও ভারতের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

ফলাফল হিসেবে ট্রফি মঞ্চে তুলেই বিতরণ করা হয়নি, বরং তা নিয়ে যাওয়া হয় ভেতরে। নাকভি মঞ্চ ছাড়ার পর ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই মঞ্চে উঠে ছবি তোলেন, যা ক্রিকেট ইতিহাসেই নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে পাকিস্তানের খেলোয়াড়রা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্সআপের মেডেল গ্রহণ করেন। রানার্সআপের চেক তুলে দেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতের ক্রিকেটাররা তাঁদের বাকি পুরস্কার অন্য অতিথিদের হাত থেকেই নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে আরেক দফা নাটকীয়তা লক্ষ্য করা যায়। ম্যাচ শেষে মঞ্চ প্রস্তুত থাকলেও পাকিস্তানের ক্রিকেটারদের সেখানে দেখা যায়নি প্রায় পঞ্চাশ মিনিট। এর পুরোটা সময় ভারতীয় ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে একপাশে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষার মধ্যেই ছড়িয়ে পড়ে গুঞ্জন— ভারতীয় দল এসিসি সভাপতির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানাচ্ছে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হয়।

এই ঘটনার ফলে এশিয়া কাপ ইতিহাসে প্রথমবার এমন পরিস্থিতির জন্ম দিল, যেখানে চ্যাম্পিয়ন দল তাদের কাঙ্ক্ষিত ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজনৈতিক কারণে।