৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ পিএম
৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে রাশিয়া থেকে আমদানি করা বিপুল পরিমাণ গমবাহী একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এমভি পার্থ (MV PERTH) নামের জাহাজটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এ গম আনা হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোট ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হবে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন এবং বাকি ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। সরকার জানিয়েছে, এই আমদানি দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে