খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানায় তিনটি মামলা করা হয়েছে।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর ও গুইমারায় গত শনিবার ১৪৪ ধারা জারি করা হয়। এর মধ্যে শনিবার খাগড়াছড়ি সদর এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, ভাঙচুর হয়।
অন্যদিকে রোববার দুপুরে গুইমারা থানা এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, অগ্নিসংযোগ ও তিনজন নিহত হয়। এ সব ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬০০/৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
অপরদিকে গুইমারা থানায় হত্যা, পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
বর্তমানে গুইমারার পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ছয়দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।