গাংনীতে উদ্ধার হওয়া অজ্ঞাত নবজাতকের মৃত্যু

এফএনএস (মোঃ আলী হোসেন: গাংনী, মেহেরপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০১:০৬ পিএম
গাংনীতে উদ্ধার হওয়া অজ্ঞাত নবজাতকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া   বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত কন্যা  নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশবাগান থেকে নবজাতকটিকে উদ্ধারকারী আনসার সদস্য ইমরান হোসেন বলেন, মটমুড়ার একটি বাঁশ বাগানে কান্নাকাটি করা অবস্থায় অজ্ঞাত এক কন্যা সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমি নিজের কোলে করে কন্যা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। বুধবার দিবাগত রাত ২:৩০মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল এটা ভাবতে আমার ভেতর কেঁদে উঠছে।আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আয়েজ উদ্দিন বলেন, উপজেলার পুরাতন মটমুড়ার একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নবজাতকটি যেহেতু বাচ্চাটি ৯ নং ওয়ার্ডে পাওয়া গেছে তাই প্রশাসনকে অনুরোধ করব তাকে যেন ৯নং নম্বর ওয়ার্ডেই জানাযা শেষে দাফন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আনোয়ার হোসেন জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা করে কোথায় জানাজা করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য: মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার  পুরাতন মটমুড়া এলাকার একটি বাঁশবাগানে কান্নাকাটি করা অবস্থায় এক অজ্ঞাত নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে