শারজাহতে রুদ্ধশ্বাস লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ধীরে ধীরে চাপে পড়ে টাইগাররা। তবে শেষ দিকে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের বীরত্বপূর্ণ ইনিংসে ২ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
শুরুতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ১৯ বলে করেন ২৩ রান আর ইব্রাহিম জাদরান ৩৭ বলে করেন ৩৮ রান। রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ৩০ রান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট, শরিফুল ইসলাম নেন ১টি। বিশেষ করে শরিফুল ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়ন্ত্রণে রাখেন আফগানদের রান তোলার গতি।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় তানজিদ হাসান তামিমের উইকেট। এরপর দ্রুতই ফেরেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে জাকের আলী অনিক ও শামীম হোসেন মিলে জুটি গড়ে চাপ সামাল দিলেও দুজনই আউট হয়ে ফেরেন মাঝপথে। এরপর নাসুম, সাইফউদ্দিন ও রিশাদ দ্রুত ফিরলে ম্যাচ আবারও আফগানদের নিয়ন্ত্রণে চলে যায়।
শেষদিকে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম দৃঢ়তা দেখিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। সোহান ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল একটি চার ও তিনটি ছক্কা। অন্যপ্রান্তে শরিফুল ৬ বলে ১১ রানে অপরাজিত থেকে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে সিরিজ জয় করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।
বাংলাদেশ অধিনায়ক জাকের আলী ম্যাচ শেষে জানান, দল চাপে পড়লেও আত্মবিশ্বাস হারায়নি। শরিফুল-সোহানের দারুণ ব্যাটিংই পার্থক্য গড়ে দিয়েছে। অন্যদিকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ২৩ রানে ৪ উইকেট নিলেও তার বোলিংয়ে লাভ হয়নি দলের।
বাংলাদেশের সামনে এখন সুযোগ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার।