‘চামুন্ডা’ ছবিতে অন্ধকার চরিত্রে আলিয়া

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:১২ পিএম
‘চামুন্ডা’ ছবিতে অন্ধকার চরিত্রে আলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার নতুন ধরনের চরিত্রে দর্শকের সামনে আসছেন। ন্যাগ আশ্বিনের প্রজেক্ট থেকে সময়ের সীমাবদ্ধতার কারণে আলিয়া সরে গেছেন। বর্তমানে তার মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে সঞ্জয়লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে, যেখানে তিনি রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে কাজ করছেন। এই ছবির শুটিং নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

এছাড়া আলিয়া ধীরে ধীরে দীনেশ ভিজানের সঙ্গে আলোচনায় রয়েছেন মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত থ্রিলার ‘চামুন্ডা’-র জন্য। ছবিটি এখন স্ক্রিপ্টিং পর্যায়ে এবং মাডডক ফিল্মসের নতুন অতিপ্রাকৃত সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হিসেবে তৈরি হচ্ছে। এটি কোম্পানির পূর্বে সফল হরর-কমেডি সিরিজের সঙ্গে সমান্তরাল প্রকল্প হিসেবে পরিকল্পিত।

চূড়ান্ত হলে আলিয়া ‘চামুন্ডা’-তে এক অন্ধকারময়, জটিল চরিত্রে অভিনয় করবেন, যা তার অভিনয় পরিসরকে আরও বিস্তৃত করবে এবং বলিউডে অতিপ্রাকৃত গল্প বলার নতুন ধারার দিগন্ত খুলতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে