বিসিবি নির্বাচন: সভাপতি আবারও বুলবুল, সহ-সভাপতি হচ্ছেন কারা?

এফএনএস অনলাইন:
| আপডেট: ৬ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ পিএম | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম
বিসিবি নির্বাচন: সভাপতি আবারও বুলবুল, সহ-সভাপতি হচ্ছেন কারা?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন অনিশ্চয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ ২৩জন প্রার্থী। আজ সোমবার নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে আবারও বসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন সাবেক বিসিবি প্রধান ও আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।

এদিকে সহ-সভাপতি হিসেবে যে দুটি পদ রয়েছে সেখানে ফারুক ও ফাহিম- এ ২ জনেরই প্রার্থিতা করার কথা রয়েছে। তাই সহ-সভাপতির পদ কাদের দ্বারা পূরণ হতে যাচ্ছে- তা-ও নিশ্চিত।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের দুই পরিচালক নির্বাচিত হন বুলবুল ও ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ফারুক আহমেদ।

সব কিছু ঠিকঠাক থাকলে এই ৩ জনই পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ দায়িত্ব। এর মধ্যে সভাপতি হিসেবে প্রার্থী হতে যাচ্ছেন একজনই, আমিনুল ইসলাম বুলবুল। তাই এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন তিনি।

ক্যাটাগরি অনুযায়ী যারা নির্বাচিত হয়েছে:

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

আপনার জেলার সংবাদ পড়তে