নারী ওয়ানডে বিশ্বকাপ

ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে হার, লড়াই করেও জয় পেল না টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০১:০৯ এএম
ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে হার, লড়াই করেও জয় পেল না টাইগ্রেসরা

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষের দুই বল বাকি থাকতেই ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড শুরুতে চাপে পড়লেও অভিজ্ঞ অধিনায়ক হেদার নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংসে জয় তুলে নেয় দলটি।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তিন নম্বরে নামা ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি ১০৮ বল খেলে ৬০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। শেষদিকে ৯ নম্বরে নেমে ২৭ বলে অপরাজিত ৪৩ রান করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন অলরাউন্ডার রাবেয়া। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। ওপেনার শারমিন আক্তার যোগ করেন ৩০ রান। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ বল খেলে শূন্য রানে ফেরায় চাপ বাড়ে দলের ওপর।

ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন নেন ৩ উইকেট, আর লিন্সি স্মিথ, শার্লট ডিন ও অ্যালিস ক্যাপসি নেন ২টি করে উইকেট।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বিপর্যয়কর ছিল ইংল্যান্ডের। মাত্র ৭৮ রানে পড়ে যায় ৫ উইকেট। ম্যাচ তখন পুরোপুরি বাংলাদেশের দখলে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়তে থাকেন হেদার নাইট। তিনি ৯৭ বলে ৭৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

নাইটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৫ রানের জুটি গড়েন অ্যালিস ক্যান্সি, এরপর শেষদিকে শার্লট ডিন (২৭*) ও অ্যালিস ক্যাপসি (২০) মিলে নিশ্চিত করেন ইংল্যান্ডের জয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফাহিমা খাতুন, তিনি নেন ৩ উইকেট। মারুফা আক্তার নেন ২টি এবং সানজিদা আক্তার মেঘলা নেন ১টি উইকেট।

বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স বাংলাদেশের নারী দলের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া টাইগ্রেসরা এবার জয়ের কাছাকাছি গিয়েও হেরে গেলেও, দলটির লড়াকু মানসিকতা বিশ্ব ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে।