চিরিরবন্দরে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গত ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে ঘটেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার ঘুঘুরাতলী বাজারের সিমেন্ট ব্যবসায়ীর ছেলে মোঃ মেজবাহ হোসেন (২৪) দোকানের পার্শ^স্থিত মদিনা মসজিদের ছাদে কুকুর উঠায় একটি স্টিলের পাইপ নিয়ে কুকুরটিকে তাড়ানোর জন্য চেষ্টা করলে অসাবধানতাবসত পাইপটি বৈদ্যুতিক তারের লেগে বিদ্যুতায়িত হয়। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা এলাকার ওবাইদুর রহমানের ছেলে।
পরিবারের লোকজন জানায়, বুধবার সকাল ১০ টায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।