ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জামায়াত: ডা. শফিকুর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৮:১১ পিএম
ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জামায়াত: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দিয়ে বললেন, “কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে যদি চাঁদাবাজি করে, তবে আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, “সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আমাদের দলে যদি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পায়, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, তবে তার বিচার নিশ্চিত করা হবে-এই ধরনের বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে।”

‘কারো আধিপত্য আমরা মেনে নেব না। কূটনৈতিকভাবে সবার সাথে আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ’-উল্লেখ করেন তিনি।

অতীতের নির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, “তিন বার আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনেও কেউ যদি ভোট দিতে না পারে, কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তবে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”

আপনার জেলার সংবাদ পড়তে