ড. আসাদুজ্জামান রিপন

মা ইলিশকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০২:১৮ পিএম
মা ইলিশকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মাঝে মধ্যে শুনতে পাই কিছু অভিযান দিয়ে দু একজন অপরাধী জেলকে আটক করা হয়। তারপরও কিভাবে এসব জেলেরা এতো সাহস পায়, নদীতে ইলিশ ধরার জন্য জাল ফেলায়। এই জন্য পুলিশ বাহিনীকে আরও সোচ্চার থাকতে হবে। তারা যদি সোচ্চার ও কঠোর হয় তাহলে জেলেরা নদীতে কি করে নামে। হাসিনার আমলের পুলিশ বাহিনীর মতো নির্বিকার থাকলে চলবেনা, পুলিশকে আরও কঠোর হতে হবে। তাহলে এই ইলিশ সম্পদ রক্ষা করা যাবে। পুলিশ বাহিনীর সাথে স্থানীয় জনসাধারনেরও সচেতন হতে হবে। কোথাও কোন জেলে নৌকার খবর পেলে সাথে সাথেই পুলিশকে জানাতে হবে। শুধু পুলিশের উপর ভরসা করলেই চলবেনা। সকলেই তাদেরকে সহযোগিতা করলে তবেই তারা দ্রুত কাজ করতে পারবে।

শনিবার ১১ অক্টোবর সকাল ১১.৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়ায় সরকার ঘোষিত ইলিশ প্রজনন প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুদ ও বেচা-কেনা নিষিদ্ধ এই উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে পদ্মা নদীতে নৌ র‍্যালী ও মানব বন্ধনে অংশ গ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ -২ (লৌহজং -টঙ্গী বাড়ি) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন আমাদের দেশের গরীব লোকজন ইলিশ মাছ খেতে পায় না। এই ইলিশ প্রজনন মৌসুমে যদি মা ইলিশকে সঠিক ভাবে রক্ষা করা যায় তাহলে  আগামী পাঁচ বছরে এই দেশ ইলশে স্বয়ং সম্পূর্ণ হবে। আমরাও একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারবো। যদি বিগত সময়ে সঠিক ভাবে মা ইলিশ রক্ষা করার ব্যাবস্থা করা হতো তাহলে ৫/৬  বছরের ইলিশ বিক্রির টাকা দিয়ে এমন আর একটি পদ্মা সেতু বানানোর টাকা জমা করা যেতো। মা ইলিশ রক্ষায় তিনি স্থানীয় প্রশাসনসহ জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।


সকাল ১১.৩০ ঘটিকায় লৌহজংয়ের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় একটি নৌ র‍্যালী হয় এর পর পদ্মার পরে শিমুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, আতাউর রহমান খান, শেখ সুরুজ, শেখ মাসুদ, লিওন, সোহেল খান, হুমায়ুন কবির, রাজন মাদবর, রুবেল শেখ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে